লালমোহন উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১

পারভীন আক্তার, লালমোহনঃ

লালমোহন উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সাথে করোনাকালীন করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসবি মিলন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার রাব্বি, সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আলম মাকসুদ, সদস্য এনামুল হক রিংকু, নুরুল আমিন, শাহীন কুতুব প্রমূখ। এছাড়াও প্রেসক্লাবের সদস্য আব্দুর রহমান নোমান, জাহিদুল ইসলাম দুলাল প্রমূখ উপস্থিত ছিলেন।

সীমন্তবাংলা/রম/২১ সেপ্টেম্বর ২০২১