র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) র নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে অন্যত্র বদলি

শাহীন মঈনুদ্দীনঃ র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। বিসিএস ২৭ ব্যাচের এই কর্মকর্তাকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করে সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সারওয়ার প্রায় ৬ বছর ধরে একই পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এ কারণে তাকে বদলি করা হয়েছে।
এটি প্রশাসনের রুটিন কাজ বলেও জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
সারওয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র্যাবে যোগ দিয়ে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে আসছিলেন। সর্বপ্রথম ক্যাসিনো বিরোধী অভিজান পরিচালনা করে তিনি আলোচনার কেন্দবিন্দুতে চলে আসেন। করোনাভাইরাসের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালেও অভিযান পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন ম্যাজিষ্ট্রেট সরোয়ার আলম।
( সীমান্তবাংলা/ ১০ নভেম্বর ২০২০)