
শাহীন মঈনুদ্দীন : ১৮সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘঠনার কথা জানায় ক্যাম্প-৩ এর বসবাসরত রোহিঙ্গারা। ক্যাম্প -৩ এর বাসিন্দা ইছা আহমদের পুত্র নিহত ছলিম উল্যাহ (২২) আজ সকালে প্রতিদিনের মতো এনজিও সংস্থার গৃহ নির্মানের আনা বাঁশ ট্রাক থেকে আনলোড করছিল।
এক পর্যায়ে সে ভুলে বিদ্যুতের গ্রীড লাইনে হাত লেগে যায় এবং ঘঠনাস্থলেই সে ঢলে পড়ে মৃত্যুর কুলে। সঙ্গে থাকা রোহিঙ্গারা পার্শবর্তী হোপ ফিল্ড হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
ক্যাম্পে দায়িত্বরত স্থানীয় পুলিশ ফাড়ির আইসি বিষয়টি তদন্ত শেষে লাশ ময়না তদন্তের জন্য উখিয়া থানায় প্রেরন করেন।এসময় অতিরিক্ত বাঁশ বোঝাই কনার কারনে ট্রাকটি আটক করা হয়। এব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে পুশি জানায়।
সীমান্ত বাংলা/১৮ই সেপ্টেম্বর২০২০