শাহীন মঈনুদ্দিন : উখিয়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সকল এনজিও কর্মীদের দ্রুত ফেরত আসার নির্দেশ দেয়া হয়েছে। জাতি সংঘ ভিত্তিক স্থানীয় এনজিওদের নিরাপদে থাকার অাভাষ দেওয়াছে। এ সুবাদে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল এনজিও কর্মকর্তাদের স্ব স্ব এনজিও পক্ষ থেকেও এই নির্দেশ দেয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার রাতের ঘটনার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় এই নির্দেশ দেয়া হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে কর্মরত জাতিসংঘের সকল কর্মকর্তাদের দ্রুত কক্সবাজার শহরে ফেরত আসর নির্দেশ দেয়া হয়।
আজ বুধবার দুপুর একটার কিছু সময় আগে ঐ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এনজিও কর্মীরা ক্যাম্প থেকে ফেরত আসতে প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। প্রতেক এনজিও কর্মীকে এই সংক্রান্ত বিশেষ জরুরী বার্তা দেয়া হয়েছে। বিশেষ বার্তা পাওয়ার পরপর সকল এনজিও কর্মীরা রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারে ফেরত আসতে শুরু করেছে। এর আগে সকালে একই ভাবে জরুরী বার্তা পাঠিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল এনজিও কর্মীদের দ্রুত ফেরত আনা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়। এর আগে গত শুক্র ও শনিবার একই ধরনের সংঘর্ষে আরো ৩ জন নিহত হয়েছে।
উখিয়া থানা পুলিশ নিহতদের ময়না তদন্ত শেষে মামলা দরজ করেছে। এখনো ক্যাম্প এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ, র্যাব, কোষ্টগার্ড, বিজিবি, সেনাবাহিনীসহ গোয়েন্দা শাখার সদস্যরা সার্বক্ষনিক টহল জোরদার করা হয়েছে।
এদিকে চট্রগ্রামের ডিআইজি, এসপি, এএসপি সরেজমিন পরিদর্শন করে রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন ক্যাম্পে কোন লোককে আধিপত্য বিস্তারে সুযোগ দেওয়া হবেনা সাফ জানিয়েছেন।
সীমান্তবাংলা/৭অক্টোবর২০/মউ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।