ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

‘রিয়াকে শকুনের মত ছিড়ে খাচ্ছে মিডিয়া’

News Desk
সেপ্টেম্বর ৩, ২০২০ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তার চর্চিত প্রেমিকা রিয়া চক্রবর্তীকে তুলে দেয়া হয়েছে কাঠগড়ায়। যেন ধরেই নেয়া হয়েছে অভিনেতার মৃত্যুর জন্য রিয়াই দায়ী। চারদিক থেকে যখন তার দিকে উড়ে আসছে কটাক্ষের তির, এমনকি, তার চরিত্র নিয়েও উঠছে প্রশ্ন, ঠিক তখন তার পাশে দাঁড়ান বিদ্যা বালান ও দক্ষিণী অভিনেত্রী লক্ষ্মী মঞ্চু। এবার সেই দলে যোগ দিলেন রিয়ার ঘনিষ্ঠ বান্ধবী শিবানী দান্ডেকর।

রিয়াকে সমর্থন করে ইনস্টাগ্রামে একটি খোলা চিঠি লিখেছেন পরিচালক-প্রযোজক-গায়ক ও অভিনেতা ফারহান আখতারের প্রেমিকা শিবানী। তিনি লেখেন, ‘রিয়া বয়স যখন ১৬ বছর, তখন থেকে আমি ওকে চিনি। বরাবরই সে খুব দৃঢ় ও প্রাণোচ্ছ্বল। কিন্তু বিগত কয়েক মাসে সে এবং তার পরিবার যে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তা যেন নিমেষেই তাকে পুরোপুরি বদলে দিয়েছে।’

ক্ষোভ উগড়ে দিয়ে শিবানী লিখেছেন, ‘ইদানিং মিডিয়ার কাজ করার ভঙ্গি দেখে মনে হচ্ছে তারা শকুনের মতো একটি নিষ্পাপ মেয়েকে ছিঁড়ে খাওয়ার তাগিদে রয়েছে। রিয়ার প্রতি তাদের আচরণ দেখে মনে হয় তাকে এবং তার পরিবারকে সম্পূর্ণ ভাবে শেষ না করে দেয়া পর্যন্ত তারা এই দোষারোপের পালা থামাবে না। রিয়াকে কার্যত ডাইনি সাজিয়েই যেন তাকে শাস্তি দেয়ার প্রস্তুতি চলছে। সে ক্ষেত্রে বিচারক ও শাস্তিদাতা, দুইয়ের ভূমিকাই পালন করে চলেছে মিডিয়া।’

প্রশ্ন ছুড়ে দেন শিবানী, ‘ওর দোষটা কী? ও একটি ছেলেকে ভালোবেসেছিল, তার সব থেকে খারাপ সময়ে পাশে ছিল, নিজের মনপ্রাণ সবটা দিয়ে তার সেবা করেছিল। সেই ছেলেটি যখন নিজেই নিজের প্রাণ নেয়, তখন সবাই মিলে পাশে থাকা মেয়েটাকেই কোনো কিছু না ভেবে হাঁড়িকাঠে চড়িয়ে দিল? আমরা এ কিসে রূপান্তরিত করছি নিজেদের?’

শিবানী জানান, রিয়ার মা-বাবা দুজনেই গুরুতর অসুস্থ। যদিও সিবিআই অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে। সুশান্তকে মানসিক অত্যাচারের অভিযোগ আনা হয়েছে রিয়ার পরিবারের বিরুদ্ধে। নেটিজেনরা যদিও এ কথায় গলতে রাজি নন। তাদের বক্তব্য, এ সব কিছুই তদন্ত থেকে মন ঘুরিয়ে দেয়ার চেষ্টা।

ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/এড‌মিন ই যা‌য়েদ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।