ঢাকাশনিবার , ৯ নভেম্বর ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

রিমান্ডে অসুস্থ জুনায়েদ আহমেদ পলক, ঢাকা মেডিকেলে ভর্তি

News Desk
নভেম্বর ৯, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

মো. ফারুক বলেন, পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন। রিমান্ডে অসুস্থ হয়ে পড়লে এদিন রাত ৯ টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ি থানার মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন তিনি। আজকেই রিমান্ডের প্রথম দিন ছিল। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

গত ১৪ আগস্ট রাজধানীর নিকুঞ্জ থেকে পলককে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালক হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর অন্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হয় তাকে, নেওয়া হয় আবারো রিমান্ডে।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ আগস্ট) ঢাকার খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ আবাসিক থেকে পলককে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।