বিবিধ

রিফাত হত্যাকান্ড, স্ত্রী মিন্নিসহ ৬ জনের ফাঁসীর আদেশ

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৮:২০:৩১ প্রিন্ট সংস্করণ

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলায় স্থানীয় একটি আদালত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ।

বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে কড়া নিরাপত্তার মধ্যে আজ এই রায় ঘোষণা করা হয়।

এই মামলায় দোষী স্বাব্যস্থ মোট ২৪ জন আসামীর মধ্যে ১০ জনের রায় দেয়া হয়েছে, বাকি ১৪ জন আসামীকে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের বিচার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের মাঝে একজন আসামী এখনো পলাতক রয়েছেন।

বাকী নয় জনের মধ্যে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি, যিনি জামিনে মুক্ত ছিলেন। রায় ঘোষণার বেশ কিছুক্ষণ আগেই আদালতে উপস্থিত হন। মিন্নি শুরুতে মামলার প্রধান সাক্ষী ছিলেন, পরবর্তীতে তাকেও মামলার আসামী করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ভূবন চন্দ্র হাওলাদার এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান সুনির্দিষ্ট সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার শাস্তি দিয়েছেন আদালত। মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন

১. রাকিবুল হাসান রিফাত ফরাজী

২. আল কাইয়ুম রাব্বি

৩. মোহাইমিনুল ইসলাম সিফাত

৪. রেজোয়ান আলী খান হৃদয়

৫. মোহাম্মদ হাসান

৬. আয়েশা সিদ্দিকা মিন্নি

সীমান্তবাংলা/ শা ম/ ৩০ সেপ্টেম্বর ২০২০

আরও খবর

Sponsered content