প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২১ , ৮:০১:৩৫ প্রিন্ট সংস্করণ
প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়ায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে ১৪ সদস্য বিশিষ্ট রিপোটার্স ইউনিটি উখিয়া শাখার কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
১০ জানুয়ারি (রবিবার) রিপোটার্স ইউনিটি কক্সবাজার’র সভাপতি এইচ.এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম বাদশা’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উক্ত কমিটিতে উখিয়া নিউজ টুডে’র ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক বাকঁখালীর উখিয়া প্রতিনিধি এইচ.কে রফিক উদ্দিনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত করা হয়।
উল্লেখ্য,তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবী প্রকল্প সিপিপি’র রাজাপালং ইউনিয়ন টিম লিডার, উখিয়া অনলাইন প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার কমিশন উখিয়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক হিসাবে কর্মরত আছেন।সর্বশেষ তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেন।
( সীমান্তবাংলা/ শা ম/ ১৩ জানুয়ারী ২০২১)