রাসিক নির্বাচনে মেয়র লিটনের পক্ষে জেলা ছাত্রলীগ নেতা বিপ্লবের প্রচারনা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ৮, ২০২৩

 

সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী)

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসাবে নির্বাচিত করার লক্ষ্যে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে রাজশাহী জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার রাজশাহী মহানগরীর সিটি সেন্টার, ও মনিচত্তর হতে সবজি বাজার , গার্ডেন পর্যন্ত এলাকায় প্রচার প্রচারনা ও লিফলেট বিতরন কার্যক্রমে অংশগ্রহন করেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা ছাত্রলীগের পদপ্রার্থী ফরহাদ হোসেন বিপ্লব সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দু।

ফরহাদ হোসেন বিপ্লব বলেন, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সাফল্যমন্ডিত করতে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের অভিভাবক প্রিয় জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে রাজশাহী জেলা ছাত্রলীগ সার্বক্ষণিক মাঠে কাজ করবে ।