মোঃ লুৎফর রহমান লিটন
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।
প্রবীণ সাংবাদিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। রবিাবর বাদ মাগরিব সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদার পর জানাযা শেষে মালশাপাড়া পৌর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।
এসময় সাংবাদিক, মুক্তিযোদ্ধা , আওয়ামীলীগ,বিএনপিসহ অন্যান্য দলের রাজনৈতীক দলের নের্তৃবৃন্দ সহ সর্বস্তারের মানুষ তাঁর অংশ গ্রহণ করেন। জানাযা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আমিনুল ইসলাম চৌধুরী রবিার সকাল সকাল সাড়ে ৯ টায়র দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন দৈনিক ইত্তেফাক পত্রিকার উত্তরাঞ্চল ব্যুরো প্রধানের দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন। পেশাগত দ্বায়িত্ব ও কর্তব্য পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান। তিনি পেশাগত দ্বায়িত্ব পালনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে বিদেশ সফর সঙ্গীও হয়েছিলেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে পান বাহিনীর বুটেলে আহত হন। যুদ্ধ পরবর্তী গঠিত তিনি ঘাতক দালাল নিমূল কমিটির সিরাগঞ্জের আহবায়ক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি সিরাজগঞ্জ শহরের এস এস রোডে বসবাস করতেন। তিনি দুই কন্যা এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।