কামাল শিশির,রামু
২৫ আগষ্ট বিকেলে রামুর গর্জনীয়ায় বন্যায় নিহত রবিউল আলম পিতা:সালে আহম্মেদ পূর্ব জুমছড়ি ২নং ওয়ার্ড ও আমজাদ হোসেন পিতা:ছৈয়দ হোসেন পূর্ব জুমছড়ি ২নং ওয়ার্ড সহ ২ জনের পরিবারকে সূর্যের হাসি ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা প্রদাকরা হয়।সূর্যের হাসি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা আমেরিকা প্রবাসী আবুল কায়সারের ব্যক্তিগত তহবিল থেকে এই সহযোগিতা জরুরি ভিত্তিতে প্রদান করা হয়। অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্যের হাসি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কবি নুরুল হক বুলবুল, আবুল কায়সারের ছোট ভাই শাহজাদা মামুন চৌধুরী, সূ্র্যের হাসি ফাউন্ডেশন রামু উপজেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহবুব আলম
গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হামিদ, প্রবিন মুরব্বি আলহাজ্ব আবুল কাশেম, শিক্ষানুরাগী মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু,ব্যাংকার জয়নাল আবেদীন, গর্জনিয়া ইউ পি সচিব আবুল কাশেম, বি রএন পি নেতা
হারুন অর রশীদ খোকন, পূর্ব জুমছড়ি সমাজ সর্দার আবু তাহের, দফাদার আব্দুল মালেক, রুবেল, প্রমূখ।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply