রামুতে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা, থানায় মিথ্যা অভিযোগ দায়ের

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ৫, ২০২৩

 

মোঃ জয়নাল, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলার রামু থানাধীন পশ্চিম চাকমারকুল ভূতপাড়া ৯নং ওয়ার্ডে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী আবছার কামালের বিরুদ্ধে।

সূত্রমতে জানা যায় যে, আবছার কামাল এবং মনির আহম্মদ একে অপরের নিকটাত্মীয় তাদের মধ্যে একটি জায়গার দখল নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে বলে জানা যায়। আবছার কামাল ভূমি অফিসের উপ-সহকারী হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবত জোরপূর্বক উক্ত জায়গাটি দখল করে আছে বলে জানান ভুক্তভোগী মনির আহম্মদ।

ভূক্তভোগী মনির আহম্মদ বলেন, আমাদের এই জায়গাটি নিয়ে দীর্ঘদিন যাবত অনেক হয়রানির শিকার হতে হয়েছে। সমস্যা সমাধানের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাধিকবার চেষ্টা করেছেন কিন্তু আবছার কামাল কোন কিছুর তোয়াক্কা না করে সামাজিক বিচার কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।
মনির আহম্মদ আরও বলেন, সর্বশেষ গত সোমবার (২৪ এপ্রিল) সকালে আমি আমার জায়গায় কাজ করতে গেলে নুরুল আলম,নুরুল হকের ছেলে আবসার কামাল, ফরিদুল আলম, মোঃ কামাল, আব্বাস মিয়ার ছেলে সিরাজুল হক, আজিজুল হক, নাজিমুল হক, মোহাম্মদ ইসমাইল এর ছেলে মোহাম্মদ সেলিম, এবং জোহর আলম প্রকাশ কালাইয়াসহ অঙ্গাতনামা আরো ১০-১২ জন লোক সংঘবদ্ধভাবে আমাকে বাধা প্রদান করেন এবং একপর্যায়ে তারা দেশীয় তৈরী অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায় তারপর আমার ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে উক্ত হামলার ঘটনায় আমিসহ মৃত আবু বক্কর এর ছেলে জাহাঙ্গীর আলম, আলমগীর, ছৈয়দুল হক, মাহমুদুল হক, মোঃ হাসান, মোঃ হোসেন, নুরুল হক, নুরুল আমিন, মাহাবুবা বেগম, মোহসেনা বেগম, রশিদ আহমদ, মনির আহমদ-এর নাম উল্লেখপূর্বক রামু থানায় গিয়ে নুরুল আলম বাদী হয়ে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন বলে জানান ভুক্তভোগী মনির আহম্মদ।

ভুক্তভোগী মনির আহম্মদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে থানায় অভিযোগকারী নুরুল আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমি এখনও অবগত হইনি তাই কোন বক্তব্য দেওয়া আমার পক্ষে সম্ভব না।

অনুসন্ধানী পর্ব ১