ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে বিতরণ হলো ১০০০ পিস কোরআন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

ষড়যন্ত্রমূলকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় মসজিদ ও আবাসিক হল গুলোতে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে ১০০০ পিস কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ দাওয়াহ সার্কেল রাবি শাখার উদ্দ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে কোরআন পোড়ানোর প্রতিবাদে ‘কোরআন অবমাননার ভয়াবহ শাস্তি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন তারা। আলোচনা পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়।

আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দিন খান বলেন, মুসলমানদের ঈমান ঠিক আছে কিনা তা মুশরিকরা মাঝে মধ্যে টেস্ট করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা তারই অংশ। স্পষ্ট বোঝা যায় তারা দাঙ্গা সংঘটিত করতে চায়, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই তারা খুবই বুদ্ধিবৃত্তিক জবাব দিয়েছে। কুরআন পোড়ানোর প্রতিবাদে কোরআন বিতরণ, এটি অসাধারণ একটি উদ্যোগ। কোরআনের আলো ঘরে ঘরে ছড়িয়ে পরুক, আমাদের হলে হলে ছড়িয়ে পড়ুক।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, যারা এই আয়োজন করেছে তাদেরকে সাধুবাদ জানাই। সবকিছুর মধ্যে আল্লাহর নিজের একটা পরিকল্পনা থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা আমাদের শিক্ষার্থীদের মর্মাহত করেছে। যারা দীনের শত্রু তারা জানে কোথায় আঘাত করতে হবে। আমাদেরকে এই আঘাতের জবাব দেওয়া শিখতে হবে।
একট সুবিধাবাদী দল চেয়েছিল আমাদের মধ্যে দাঙ্গা বাঁধানোর। আমাদের শিক্ষার্থীরা তাদের ফাঁদে পা দেয়নি। তারা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে।

অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে হাফেজ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য মোহা. ফরিদ উদ্দিন খান (শিক্ষা) ও উপ-উপাচার্য মাঈন উদ্দিন খান (প্রশাসন)। প্রধান আলোচক হিসেবে ছিলেন হাফেজ মো. মুনির উদ্দিন আহমেদ।

চন্দনা কর্মকার
রাজশাহী বিশ্ববিদ্যালয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।