ঢাকাশনিবার , ১৮ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে ‘চিহ্ন’-র রজতজয়ন্তী উৎসব ২০২৫ অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চিহ্নের রজতজয়ন্তী উৎসব ২০২৫ পালিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) উৎসবটি শুরু হয়।

উদ্বোধনের সময় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও চিহ্নের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ছিল প্রীতিসমাবেশ ও প্রাত:রাশ। পরে উদ্বোধনী বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্বোধক কবি জুলফিকার মতিন।

তিনি বলেন, আজ চিহ্নের ২৫ বছর পুর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উৎসবের সূচনা। একবিংশ শতাব্দীর একচতুর্থাংশ শেষ হলো এবং এভাবেই চিহ্ন শিল্প এবং সাহিত্যে মানুষের জীবনে জড়িয়ে থাকবে। শিল্প সাহিত্যকে আমরা কখনো আমাদের জীবন থেকে আলাদা করতে পারবো না।

স্বাগত বক্তব্যে ‘চিহ্ন’-র প্রধান, অধ্যাপক শহীদ ইকবাল বলেন, আমাদের ২৫ বছরের এ পথচলা। সেখানে আমরা কী করতে পেরেছি, সেটা ব্যাখ্যা বা মূল্যায়নের ক্ষেত্র এটা নয়। আমাদের যাপিত জীবন চিত্র, দেশ, জাতি, সমাজ নিয়ে ভাবনা ও সৃষ্টিশীলতার একটা প্লাটফর্ম হচ্ছে চিহ্ন। জাতির একটা মাইলফলক আজকের এই দিন। আমরা লেখালেখি, সৃষ্টিশীলতা, সাহিত্যের মধ্য দিয়ে একটি মননশীল জাতি ও মানুষ গড়তে চাই। এ ছাড়া সুস্থ-সুন্দর জীবন যাপনের সংস্কৃতি উৎযাপন করতে চাই। এই উদযাপনের অংশীদার আমরা সবাইকে করতে চাই।

অনুষ্ঠানটির ১ম অধিবেশন হয় সকাল ১১টা ৩০ মিনিট থেকে বেলা ১ টা পর্যন্ত। ১ম অধিবেশনের বিষয় ছিল লেখকের গল্প: মাটির ও রক্তের কর্কশ শব্দ। উক্ত অধিবেশনের সঞ্চালনা করেন শেখ নাজমুল হাছান এবং তিনি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অধিবেশনটি শুরু করেন।

১ম অধিবেশনে অতিথি ও আলোচক হিসেবে ছিলেন আকিমুন রহমান, আহমদ বশীর, শরীফ আতিক-উজ-জামান, পাভেল চৌধুরী, আবু হেনা মোস্তফা এনাম, মোজাফফর হোসেন, শিবলী মোকতাদির। তাদেরকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানোর মধ্য দিয়ে ১ম অধিবেশনের সমাপ্তী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানটির ২য় অধিবেশন হয় বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪ টা পর্যন্ত। ২য় অধিবেশনের বিষয় ছিল কবিতার গল্প: কবির অবিনশ্বর আকাঙ্ক্ষা। উক্ত অধিবেশনের সঞ্চালনা করেন আবুল ফজল। ২য় অধিবেশনে অতিথি ও আলোচক হিসেবে ছিলেন জিললুর রহমান, গোলাম কিবরিয়া পিনু, সৈকত হাবিব, ইউসুফ মুহাম্মদ, কুমার দীপ, শামিম হোসেন ও আহমেদ মেহেদী হাসান নীল।

অনুষ্ঠানটির ৩য় অধিবেশন হয় বিকেল ৪-৫টা পর্যন্ত। ৩য় অধিবেশনের বিষয় ছিল ২৫ বছরের চিহ্ন: আর কতোটা দূর। উক্ত অধিবেশনের সঞ্চালনা করেন নাজমুল হাসান। ৩য় অধিবেশনের আলোচকগণ হলো, রাজা সহিদুল আসলাম, মনিরুল মনির, সাব্বির রেজা, সাদ্দাম হুসাইন, সুমন সিকদার, রফিক সানি, সুমন আচার্য।

উল্লেখ্য, ২০০১ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় ‘চিহ্ন’, যা ছোটকাগজের চেতনাকে ধারণ করে। “চিত্তের প্রসারতা, মস্তিষ্কের মুক্তি” স্লোগান নিয়ে পত্রিকাটি নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রায় দুই দশক ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।