ইশরাত জাহান নিপা। রাজধানী ঢাকার তিনটি রেস্তোরাঁর মালিক তিনি। নিজের রান্নাঘর থেকে তিনি এই ব্যবসা শুরু করেছিলেন। সময়টা ছিল ২০১৪ সাল।
শুরুটা হয়েছিল মাত্র ৩০ হাজার টাকা দিয়ে, কিন্তু মাত্র চার বছরেই তার ব্যবসার পরিমাণ এখন প্রায় ২৫ লাখ টাকা।
ত্রিশোর্ধ নারীদের জীবন সংগ্রাম নিয়ে বিবিসি ‘তিরিশে ফিনিশ’-এর তুলে ধরেছেন এই গল্পটি ইশরাত জাহান নিপার।
ইশরাত জাহান জানান, আমার বিনিয়োগ ছিল ৩০ হাজার টাকা। সেটা দিয়ে আমি টিফিন বক্স কিনি, এটা সেটা কিনে আমার শুরু করা। এখন ক্যাটারিং সার্ভিসসহ আমার তিনটা রেস্টুরেন্ট। দাম হবে ২৫ লাখ টাকার মতো।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply