রাজাকারের তালিকা স্থগিত, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যা বললো

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৯

সারাদেশে প্রচণ্ড ক্ষোভ ও প্রতিবাদের মুখে বুধবার স্থগিত করা হয়েছে রাজাকারের তালিকা। মহান বিজয় দিবসের আগের দিন গত রোববার ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত হওয়ায় সারাদেশে ক্ষোভের সৃষ্টি হয়। সমালোচনা ও প্রতিবাদের মুখে শেষ তালিকা প্রকাশের ৪ দিনের মাথায় তা স্থগিতের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ক ম মোজাম্মেল হক। যাচাই বাছাই করে আগামী ২৬ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ১৫ ডিসেম্বর ২০১৯ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে রাজাকার, আল-বদর, আল-শামস, শান্তিকমিটি ও স্বাধীনতাবিরোধী ১০৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর বিভিন্ন মহল হতে অভিনন্দিত করা হয়েছে, আবার তালিকায় কিছু ভুল-ত্রুটির জন্য তীব্র সমালোচনাও হয়েছে।
স্বাধীনতার স্বপক্ষের শক্তির মধ্যে যাতে কোন ভুল বোঝাবুঝি না হয় সেজন্য রাজাকার, আল-বদর,আল-শামস, শান্তিকমিটি ও স্বাধীনতাবিরোধীদের প্রকাশিত তালিকা স্থগিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এ তালিকা যাচাই-বাছাই করে সংশোধনের নির্দেশনা দিয়েছেন। কি প্রক্রিয়ায় দ্রুততম সময়ে দেশব্যাপী যাচাই-বাছাই সম্পন্ন করে প্রকৃত তালিকা প্রকাশ করা যায় সে ব্যাপারে বিভিন্ন মহলের সাথে আলোচনা প্রয়োজন।’

‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এ তালিকা প্রকাশের প্রচেষ্টা থাকবে বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন’।