রাজশাহীতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যেই কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহীর পাটকল শ্রমিকরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তাদের আন্দোলন গড়ালো তৃতীয় দিনে। রাতভর মিলের মূল ফটকে অবস্থানের পর সকাল থেকে তারা নানান দাবি নিয়ে মুহুর্মুহু বিক্ষোভ প্রদর্শণ করছেন।
রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের পক্ষে আর ঘরে ফেরা সম্ভব নয়। কেন্দ্রের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় গত ১০ ডিসেম্বর দুপুর থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে তাদের দাবি মেনে নেয়ার সরকারি আশ্বাসে গত ১৪ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে কর্মসূচি স্থগিত করা হয়।
তাদের অভিযোগ, মজুরি কমিশনের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও এখনো তা কার্যকর হয়নি। দাবি পূরণ না হওয়ায় রবিবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা। ঘোষিত ১১ দফা দাবি আদায়ে এবার শেষ নিশ্বাস পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
রাজশাহী পাটকলের মূল ফটকের সামনে কাঁথা-বালিশ নিয়ে অনশন কর্মসূচি পালন করছেন পাটকল শ্রমিকরা। তবে শীতের কারণে পাটকল শ্রমিকদের অনেকেই এখন অসুস্থ হয়ে পড়ছেন বলেও জানান এই শ্রমিক নেতা।
এদিকে, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে দু’সপ্তাহ পর আবারো আন্দোলনে নেমেছেন রাজশাহীর পাটকল শ্রমিকরা। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩টার পর থেকে পাটকল ফটকের সামনে তারা জড়ো হন। বর্তমানে সেখানে বসেই তারা আন্দোলন করছেন।
জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করছেন পাটকল শ্রমিকরা।