ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ৮দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে সাঁথিয়ায় আহত যুবক মারা গেছেন

Ecare
জানুয়ারি ৪, ২০২০ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

পাবনার সাঁথিয়ায় সন্ত্রাসীদের হাতুড়ীর আঘাতে গুরতর আহত যুবক মানিক(৩৫) ৮দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে শুক্রবাব রাতে রাজশাহী হাসপাতালে মারা গেছেন। মানিক উপজেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়ীয়া গ্রামের আঃ মান্নানের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেবাড়িয়া বাজারে মমিন বিশ^াস তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আড্ডা দিচ্ছিল। এ সময় মানিক বাজারে এলে পুর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হাতুড়ী ও লোহার রড দিয়ে এলোপাতাড়ী পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে মানিকের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহীতে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। পারিবাবিক সূত্রে জানা যায়, আইসিইউতে ৮দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিৎিসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাতে মানিক মারা যান। ঘটনার দিন মানিকের ভাই আঃ মালেক বাদী হয়ে আতাইকুলা থানায় ২৩ জন নামীয় ও অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত ভুলবাড়িয়া ইউনিয়নের বরইবাড়িয়া গ্রামের মোফাজ বিশ্বাসের ছেলে মমিন বিশ্বাস ও বক্কার খাঁর ছেলে বাসেদ খাঁ নামে দু’জনকে আটক করেছে।
উল্লেখ্য,বছর দেড়েক আগে একই বাজারে প্রকাশ্য দিবালোকে গুলি করে তেবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও অবসরপ্রাপÍ সেনা সদস্য আব্দুল গফুরসহ দু’জনকে হত্যা করা হয়। তেবাড়িয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, স্থানীয় আধিপত্য বিস্তার ও দখলকে কেন্দ্র করে এই হত্যাকান্ডগুলো ঘটে আসছে।। আতাইকুলা থানার ওসি তদন্ত কামরুল ইসলাম মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
টিনিউজ/এফএইস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।