রাজশাহীতে ৩ টি ভোটকেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
রাজশাহীর বাঘা ও বাগমারায় ৩টি ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। (৫ ডিসেম্বর) শুক্রবার দিবাগত রাতে এসব কেন্দ্রে আগুন দেয়ার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট দুই থানার ওসি এসব তথ্য নিশ্চিত করেন।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, উপজেলার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পরিত্যক্ত ভবনে আগুন দেওয়া হয়েছে। এতে অবশ্য কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি।
এ ছাড়াও উপজেলার আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রধান শিক্ষকের অফিসে আগুন দেওয়া হয় বলে জানান তিনি। এতে কিছু বই ও আসবাব পুড়ে গেছে।
ওসি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে বাগমারা উপজেলার গনিপুর বিদ্যালয় কেন্দ্রেও আগুনের ঘটনা ঘটেছে।
বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার জানান, রাতের বেলা দুর্বৃত্তরা কেন্দ্রে আগুন দিয়েছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।