নিজস্ব প্রতিবেদক ;
শিবগঞ্জের আলোচিত বিএনপি নেতা আলম হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা দুরুল হুদাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত দুরুল হুদা নয়ালাভাঙা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের চাঁন মন্ডলের ছেলে ও একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য।
(২৫ জুন) রবিবার রাত সাড়ে সাতটার দিকে তার শ্বশুর বাড়ি টুনটুনি পাড়াতে দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে চলে গেলে মুমূর্ষ অবস্থায় স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো.আব্দুস সামাদ জানান, তার দুই পায়ে ও দুই হাতে দেশিয় অস্ত্রের আঘাত ছিল। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার শরীরে প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় পথে গোদাগাড়ি উপজেলার গোপালপুর নামকস্থানে পৌঁছালে রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply