ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২০
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে র‍্যাবের সোর্স খুনের ঘঠনায় ৪ জন গ্রেফতার

News Desk
সেপ্টেম্বর ১০, ২০২০ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সীমান্তবাংলাঃ রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের পাশেই গত রোববার নৃশংসভাবে হত্যা করা হয় কাশেম ওরফে কাইশ্যা নামের র‍্যাবের এক সোর্সকে । সিসিটিভির ফুটেজে দেখা যায়, দুই মোটরসাইকেলে এসে চার ব্যক্তি কাশেমের পথরোধ করে। এরপর তাদের মধ্যে একজন কাশেমকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে। কিছু সময় পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে নূরজাহান বেগম নামে এক মাদক কারবারির সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে জাহাঙ্গীর হোসেন রাতুলের। ওই নারীর টানেই কাশেমকে হত্যার ছক কষে রাতুল। কাশেম ছিলেন র‌্যাবের সোর্স। রাতুলের ধারণা ছিল, কাশেমের দেওয়া তথ্যের ভিত্তিতে সম্প্রতি নূরজাহান ও তার ছেলেকে গাঁজাসহ গ্রেপ্তার করে মামলা দেয় র‌্যাব। এ জন্য তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়।

গোয়েন্দা তথ্য ও সূত্রের মাধ্যমে খোঁজ পেয়ে গতকাল রাজধানীর পূর্বাচল ও পটুয়াখালী থেকে কাশেম হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। পৃথক এই অভিযানে ছিলেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক আহাদ আলী, এসআই নুরুল ইসলাম, এসআই আশীষ সরকার ও পিএসআই আবদুস সবুর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চারজনই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সীমান্ত বাংলা/ ১০/৯/২০২০/ শা ম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।