রাজধানীতে নারীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘঠনায় সব আসামী গ্রেফতার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২০

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার কাফরুলে সীমা বেগম নামের এক নারীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় সব আসামিদের আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর পুলিশের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দীন আজ সোমবার গনমাধ্যমে তথ্য নিশ্চিত করেন।

আ স ম মাহতাব উদ্দীন বলেন, ‘সীমার পরিবারের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের সবাইকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

তবে সীমার পরিবারের দাবি, সাত আসামির মধ্যে ছয়জনকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। একজন এখনো পলাতক।

গতকাল রোববার দুপুরের দিকে কাফরুলের নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের সাততলা থেকে সীমা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, সীমাকে শ্বাসরোধের পাশাপাশি কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে।

সীমা হত্যার ঘটনায় আজ ভোরে তাঁর ভাই মো. হেলাল করিম সাতজনকে আসামি করে কাফরুল থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন সীমা বেগমের সৎছেলে নাহিদ শিকদার, নাহিদের স্ত্রী জাকিয়া সুলতানা, নাহিদের শ্বশুর তারেক উল্লাহ, শাশুড়ি রোকেয়া বেগম, শ্যালক সাকিব, মামাশ্বশুর নাসিরউদ্দিন ও সীমার স্বামী শাহজাহান শিকদার।

( সীমান্তবাংলা/ শা ম / ৩০ নভেম্বর ২০২০)