সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ
রাঙ্গামঠির খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার পুরান বাজারের চৌরাস্তার বেইলি ব্রীজ ভেঙ্গে কাঠবোঝাই ট্রাক সহ তিনটি গাড়ি খালে পড়ে গেছে। শনিবার ১০টার কিছু আগে কাঠ বোঝাই ২টি ট্রাক ও একটি মাহেন্দ্র গাড়ি ব্রীজের উপর উঠলে এ দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের হতাহতের কোন ঘটনা না ঘটলেও বন্ধ রয়েছে দিঘীনালার সাথে রাঙ্গামাটির লংগদু ও মাইনির সড়ক যোগযোগ।
স্থানীয়রা জানায়, উপজেলার ছোট মেরুং থেকে আসা কাঠ বোঝাই দু’টি ট্রাক একসাথে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। ট্রাকের পিছু পিছু যাত্রীবাহী তিন চাকার মাহেন্দ্র থাকায় সেটিও নিচে পড়ে যায়। এ ঘটনায় আটজন আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। অতিরিক্ত কাঠ বোঝাইয়ের কারণে ভার সইতে না পেরে ব্রিজটি ভেঙে পড়েছে বলেই ধারণা স্থানীয়দের।
দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে। আহতরা শঙ্কামুক্ত।
সড়ক ও জনপথ সূত্রে জানায়, অতিরিক্ত মালামাল নিয়ে ব্রিজের উপর যানবাহন চলাচল নিষেধ রয়েছে। সেখানে একসাথে দুইটি কাঠবোঝাই ট্রাক একই সময়ে উঠায় তা ভেঙে পড়েছে। চালকের গাফিলতির কারণে ব্রিজটির ব্যাপক ক্ষতি হয়েছে।
( সীমান্তবাংলা/ শা ম/ ১২ জানুয়ারী ২০২১)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply