রসিক নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী লাকীর প্রচারণা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২

 

শরিফা বেগম শিউলী
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী চশমা মার্কার মোছাঃ সুলতানা বেগম লাকি।

১,২ ও ৩ নং ওয়ার্ড গুলো মন্থনা, হাজিরহাট, শুকান চৌকি, মনোহর, কেল্লাবন্দ কাচারী, গোয়ালু, বেতারপাড়া, বানিয়াপাড়া, নেয়ামত পাড়া, আকাশপুরী এলাকা নিয়ে অবস্থিত। এখানে মোট ভোটার সংখ্যা প্রায় ৩২,০০০ জন। এই ওয়ার্ডে নির্বাচনী সেন্টার ১৪ টা। মোট সংরক্ষিত আসনে কাউন্সিলর পদপ্রার্থী ৩ জন।

সোমবার (২১ডিসেম্বর ২২) সকাল থেকে
মন্থনা, হাজিরহাট, বানিয়াপাড়া এলাকার বসবাসকারী পরিবার গুলোর মধ্যে দ্বারে দ্বারে ভোটের আহ্বান জানান।

এ সময় সুলতানা বেগম লাকী বলেন, আমি সকলের কাছে চশমা মার্কার জন্য দোয়া ও ভোট চাচ্ছি। আমি সকলের দ্বারে দ্বারে ভোটের আশায় ঘোরাফেরা করছি। আগামী ২৫ তারিখ পর্যন্ত আমার নির্বাচনী প্রচারণার কার্যক্রম চলবে। জনগণ যদি আমাকে সংরক্ষিত আসনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে। তাহলে রাস্তা-ঘাট, ড্রেনের কাজ এবং বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ওএমএস কার্ড বিনামূল্যে প্রদান করব। এই ১,২ ও ৩ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করব। সেজন্য সকলের সহযোগিতা আমার কাম্য। এ সময় এলাকাবাসী ভোটার ও সুলতানা বেগম লাকীর শুভাকাঙ্ক্ষীগণ প্রচারণায় উপস্থিত ছিলেন।##