বিবিধ

রংপুরে ছাত্রী গনধর্ষন মামলায় ডিবি পুলিশের এস,আই রাজুকে রিমান্ড শেষে কারাগারে প্রেরন

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২০ , ৭:৫৫:৪৩ প্রিন্ট সংস্করণ

রংপুরের হারাগাছে চাঞ্চল্যকর ছাত্রী গণধর্ষণ ঘটনায় প্রধান অভিযুক্ত আসামি মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজুকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে ৫ দিনের রিমান্ড শেষে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। এদিকে রিমান্ডে রাহেনুল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা মামলার বস্তুগত তথ্যের সাথে মেলানো হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পুলিশ পরিদর্শক মো: সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রধান আসামী রংপুর মহানগর ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলামকে ৫ দিনের রিমান্ড শেষে রবিবার দুপুরে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে অস্বীকার করায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম রবিবার দুপুরে এ আদেশ দেন।

( সীমান্তবাংলা/ শা ম/ ৮ নভেম্বর ২০২০)

আরও খবর

Sponsered content