
নির্বাচনের একদিন পার হয়ে গেলেও এখনো জানা যায়নি কে হচ্ছেন আগামী চার বছরের জন্য আমেরিকার প্রেসিডেন্ট। তবে ২৬৪টি ইলেকটোরাল ভোট জিতে জয়ের বন্দরের খুব কাছাকাছি অবস্থান করছেন ড্যামোক্রেটের জো বাইডেন।
অন্যদিকে ২১৪ টি ইলেকটোরাল ভোট নিয়ে পিছিয়ে আছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে এখনও ভোট গণনা চলছে। এগুলোর ফল প্রকাশ হলে সার্বিক চিত্র পাল্টে যেতে পারে। এমন দুটি রাজ্য হলো জর্জিয়া ও নেভাদা। যেখানে যথাক্রমে ১৬টি ও ৬টি ইলেক্টোরাল ভোট রয়েছে। যেখানের যে কোনো একটি রাজ্যে জিতলেই নিশ্চিত হবে বাইডেনের জয়। অন্যদিকে ম্যাজিক ফিগার ২৭০ কে ছুতে হলে বাকি পাচঁটি অঙ্গরাজ্যের সবকটিতে জিততে হবে ট্রাম্পকে।
ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ বলছে, জর্জিয়াতে ৯৮ শতাংশ ভোট কাউন্ট হয়েছে। বাংলাদেশ সময় বিকাল ৫টা পর্যন্ত অঙ্গরাজ্যটিতে এগিয়ে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছেন ৪৯.৬২ শতাংশ ভোট। সংখ্যার বিচারে ২৪ লাখ ৩০ হাজার ১৫৬। অন্যদিকে বাইডেনের ভোট ৪৯.১৫ শতাংশ। সংখ্যার বিচারে যা ২৪ লাখ ৭ হাজার ৫৮৯ ভোট। ফক্স নিউজের বিশ্লেষণ বলছে, গত তিনবারের নির্বাচনেই জর্জিয়ায় জয় পেয়েছে রিপাবলিকানরা।
অন্যদিকে নেভাদা রাজ্যে ৪৯.৩ শতাংশ ভোট এগিয়ে আছেন বাইডেন। তিনি পেয়েছেন পাচঁ লক্ষ ৮৮ হাজার ২৫২ ভোট। বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৪৮.৭ শতাংশ। তার ভোট সংখ্যা পাচঁ লক্ষ ৮০ হাজার ৬০৫। অঞ্চলটিতে ৮৫ শতাংশ ভোট কাউন্ট হয়েছে। এর আগে গত তিন নির্বাচনে নেভাদায় জয়ী হয়েছিল ড্যামোক্রেট।
সিএনএন’র বলছে, এখন পর্যন্ত জর্জিয়ার ফুলটন কাউন্টিতে ১০ হাজার ব্যালট গণনা বাকি আছে। কাউন্টির নির্বাচন পরিচালক রিচার্ড ব্যারন জানিয়েছেন, সারা রাত তারা ব্যালট গণনা চালিয়ে যাবেন। প্রতি ঘণ্টায় তারা ৩ হাজার ব্যালট গণনা করছেন। চিরাচরিতভাবে ফুলটন কাউন্টি ডেমোক্র্যাটদের শক্তিশালী ঘাঁটি বলে ধরে নেওয়া হয়। এখানে সশরীরে দেওয়া ভোট গণনা শেষ হয়ে গেছে। এখন শুধু কয়েক হাজার ডাক ভোট, প্রাদেশিক ও বৈদেশিক সামরিক ব্যালট গণনা বাকি।
( সুত্রঃ ঢাকা টাইমস/ ৬ নভেম্বর ২০২০)