ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বিত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার অফিসের সামনে দুর্বৃত্তরা তাকে কোপানোর পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাসুদুর রহমান শুভ (৩৪) গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং বিআরডিপি’র চেয়ারম্যান।
গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ তার চেম্বারেই বসে ছিলেন।
বাসায় ফেরার উদ্দেশ্যে রাত সাড়ে ১০টার দিকে বাইরে বের হলে অজ্ঞাত কিছু ব্যক্তি তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। তবে কে বা কারা কুপিয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।
পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ বিষয়ে থানায় এখনো মামলা হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
( সীমান্তবাংলা নিউজ ডেস্ক/ ১৮ অক্টোবর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply