
ময়মনসিংহ নগরীর একটি বাসা থেকে ১২টি মানুষের খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ।
রোববার ১৫ নভেম্বর সকাল ১০টার দিকে নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি বাসা থেকে বস্তাভর্তি মাথার খুলি এবং হাড়গুলো উদ্ধার করা হয়। এ সময় ঐ বাসা থেকে এক যুবককেও গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া মো. বাপ্পী নগরীর কারিবাড়ী কবরস্থান এলাকার আবুল হোসেনের ছেলে।
ময়মনসিংহ কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন মানুষের ১২টি মাথার খুলি এবং দুই বস্তা হাড়সহ বাপ্পী নামের যুবককে ভাড়া বাসা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গনমাধ্যমকে।
( সীমান্তবাংলা/ শা ম/ ১৫ নভেম্বর ২০২০)