
সীমান্তবাংলা ডেক্স : অভিনন্দন ও নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন সদ্য অনুমোদিত বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) এ কে এম আজিজুল হক চৌধুরী।গত ১৯ অক্টোবর সংগঠনটির অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদেরের স্বাক্ষরিত পুর্ণাঙ্গ এ কমিটির অনুমোদনের খবরে কক্সবাজার জেলা,উপজেলা,ইউনিয়ন থেকে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আনন্দ উদ্বেল পরিস্থিতি বিরাজমান।
সেই কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন কক্সবাজার জেলা মৎস্যজীবীলীগের সভাপতি ও ৯০ দশকের স্বৈরাচার বিরুধী আন্দোলনের তুকুড় এ ছাত্রনেতা।ফুলেল বরণ একপর্যায়ে অনানুষ্ঠানিক বক্তব্যে তিনি উচ্ছ্বসিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশ পালনে আমরা বদ্ধ পরিকর।কোন অশুভ শক্তি,
হাইব্রিডরা যেন কক্সবাজার জেলা মৎস্যজীবীলীগের ফাটল ধরাতে না পারে।তিনি আশা প্রকাশ করেন,আমাদের এই সংগঠন হবে জামাত বিএনপি দূষণ মুক্ত বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা রুপায়নের ক্ষেত্র ও জননেত্রী শেখ হাসিনার “রুপকল্প” ৪১ বাস্তবায়ন।
তিনি এ পদে মনোনীত হওয়ার পর থেকে নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন একের পর এক।এদিকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের উখিয়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোসলেম উদ্দিনের নেতৃত্বে উখিয়া উপজেলার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ ইউনিয়ন ও ওয়ার্ডের শতশত নেতাকর্মী।
অভিনন্দন বার্তায় তারা এ নেতার সর্বাঙ্গীণ মঙ্গল ও সাংগঠনিক দক্ষতায় মৎস্যজীবীলীগকে আরো শক্তিশালী অবস্হানে নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।এতে উপস্হিত ছিলেন সংগঠনের জেলার সিনিয়র সহসভাপতি মো তৈয়ব, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত এম ডি আবদুল হক নূরী,সহসভাপতি সামশুল আলম,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুরুল আলম আজাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিন অর্থ সম্পাদক আবু তালেব সহ উখিয়া শাখার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সীমান্তবাংলা/২৬অক্টোবর/শাম/এডমিন/ইবনে