প্রতিনিধি ২ মার্চ ২০২৩ , ৫:১১:১০ প্রিন্ট সংস্করণ
মো: খায়রুল ইসলাম: ভারত-বাংলাদেশ স¤প্রীতি উৎসবে বাংলাদেশের গন্ডি পেরিয়ে কলকাতার মাটিতে মহাত্মাগান্ধী পীস এ্যাওয়ার্ড ২০২৩ইং’এ ভূষিত হলো নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেন। গত মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) বিকাল ৪টায় কলকাতার রোটারি সদন অডিটোরিয়ামে মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড ২০২২ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় সম্মাননা স্মারক হিসেবে তাকে উত্তরণ পড়িয়ে দিয়েছেন ও এ্যাওয়ার্ড তুলে দিয়েছেন স্নেহাশীস সুর, প্রেসিডেন্ট, কলকাতা প্রেস ক্লাব। এ সময় আরো উপস্থিত ছিলেন সায়েম সোবহান আনভির, ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রæপ বাংলাদেশ। মমতা ঘোষ, (সাবেক এমপি) বর্তমানে সংখ্যালঘু স¤প্রদায় কমিশনের প্রধান। দীপা দাস, কো-অর্ডিনেটর, সিপিডিআর কলকাতা ভারত। এম গোলাম ফারুক মজনু, সমন্বয়ক বাংলাদেশ, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট। আরো ভারত, বাংলাদেশ এর স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বলেন, সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় ঘোড়াশাল পৌর আওয়ামী যুবলীগ এর সভাপতি মো: মনির হোসেন যে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে আমরা তার কর্মকান্ড দেখে সত্যিই মুগ্ধ। গ্রামগঞ্জে থেকে সারা বাংলাদেশব্যাপী যে কাজ করা যায়, তার অন্যতম এক নিদর্শন এই নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেন। তার কাজকে আরো বেগবান করতে ভারত বাংলাদেশ স¤প্রতি উৎসবে মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ডে সম্মাননা দিতে পেরে আমরা ভারতবর্ষ মুগ্ধ।
ঘোড়াশাল পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেন এর সংগঠনের পক্ষ থেকে ভারত-বাংলাদেশ উৎসব মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড এর আয়োজক কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ঘোড়াশাল পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেন বলেন, এই অর্জন আমাদের মানবিক কাজকে আরো বেগবান করবে। সংগঠনের সকল উপদেষ্টা পরিষদ সদস্য, আজীবন সমন্বয়ক সদস্য পরিষদ, সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য পরিষদ, স্বেচ্ছাসেবক সদস্য পরিষদ, আজীবন রক্তদাতা সদস্য পরিষদ এবং সংগঠনের সকল, শুভাকাঙ্ক্ষী আপনাদের উৎসাহ অনুপ্রেরণা সহযোগিতা এবং অসুস্থ মুমূর্ষ মানুষের দোয়ায়, আমার এই অর্জন, আমি যেন অক্ষুন্ন রাখতে পারি এবং সামনের দিনগুলো আমি যেন আরো ন্যায় নিষ্ঠার সাথে আর্তমানবতার সেবায় কাজ করতে পারি। দেশবাসী সবাই দোয়া করবেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে- এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট ও সাউথ এশিয়া সোস্যাল কালচারাল কাউন্সিল। সহযোগিতায় ছিল- বসুন্ধরা গ্রæপ, বাংলাদেশ এবং গ্যালাক্সি হেল্পিং হ্যান্ড(রোটারি) কোলকাতা। মো: মনির হোসেন আরও বলেন, এ সম্মাননা প্রাপ্তিতে আমি খুবই আনন্দিত। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেনো সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজে অবহেলিত সাধারণ মানুষের পাশে আমৃত্যু পর্যন্ত কাজ করে যেতে পারি ইনশাল্লাহ।