মেয়েদের সহযোগিতা করতে গিয়ে নাক ফাটল পুলিশ কর্মকর্তার

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০১৯

মাগুরা শহরের প্রধান সড়কে মেয়েদের আল্পনা আঁকায় সহযোগিতা করতে গিয়ে নাক ফেটেছে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নাজমুল হুদার। তিনি মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে মাগুরা শহরের ব্যস্ততম কলেজ রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ ডিসেম্বর) মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের ১১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে প্রথমবারের মতো সারা শহর বর্ণিল রঙে সাজিয়ে তোলা হয়েছে। তারই অংশ হিসেবে বিদ্যালয়ের মেয়েরা রাত সাড়ে ৯টার দিকে শহরের ব্যস্ততম কলেজ রোড়ে ব্যারিকেড দিয়ে আল্পনা আঁকা শুরু করে। এতে ওই সড়কে সাধারণ যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়ে পড়ে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে মেয়েদের আঁকা আল্পনার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে উপস্থিত মাগুরা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নাজমুল হুদা মোটরসাইকেল আরোহীকে বাধা দেন। কিন্তু মোটরসাইকেল চালক ছুটে পালাতে গেলে রাস্তার ওপর পড়ে যান ট্রাফিক ইন্সপেক্টর। এতে তার নাক এবং বাম হাতের কনুই ফেটে গেছে। এ ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল আলম বলেন, সরকারি বালিকা বিদ্যালয়টি মাগুরার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এর পুনর্মিলনী উপলক্ষে সারা শহরই উৎবমুখর হয়ে উঠেছে। মেয়েদের প্রধান সড়কে আল্পনা আঁকার বিষয়টি সবাই ইতিবাচকভাবেই দেখছে। তবে শহরে ভিড় কমে যাওয়ার পর আল্পনার কাজ করলে সেটি আরও ভালো হতো।