ঢাকাবুধবার , ৮ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত

মেহেরপুর করেসপনডেন্ট
জানুয়ারি ৮, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাংনী উপজেলা পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম (২২) ও সৌরভ হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকী (২৩)। তারা দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে তারা দুইজন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আকুবপুর নামক স্থানে পৌঁছলে একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল্লাহ আল বাকিরও মৃত্যু হয়।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।