সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে একটি স্প্যাম্প লিঙ্ক ফরোয়ার্ড করছে। এই লিঙ্কটির ফলে মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিচ্ছে একটি দল।
এ বিষয়ে সাইবার ৭১ তাদের ফেসবুক পেইজে একটি পোস্ট করে বলেন, Happy New Year কে Target করে অনেক Spammer + Hackers রা এমন Malware / Fishing ছড়িয়ে দিচ্ছে তাই কেউ এইসব লিংক পাঠালে ভুলেও Click করবেন না এতে আপনার Account Hack হতে পারে। সাথে ডিজেবল ও হতে পারে আপনার Facebook Profile।
তাই এইগুলো দেখলেও এড়িয়ে যাবেন।
বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, একটি চক্র মেসেজ দিয়ে ফেসবুক মেসেঞ্জার নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে। লিঙ্ক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিয়ে এ রকম মেসেজ পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের লিঙ্কে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান আদিল হাসান।