সিনহা হত্যাকান্ডে পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে বুধবার আদালতে হাজির করা হয় জবানবন্দি দেওয়ার জন্য।
আদালতে জবানবন্দি শেষে পুলিশের মামলার তিন সাক্ষীকে কারাগারে প্রেরন করা হয় ।
বুধবার কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।
পুলিশের দায়ের করা এ মামলার স্বাক্ষীরা হলেন টেকনাফের মারিশবুনিয়ার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।
গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলায় এই তিনজনকে সাক্ষী করা হয়েছে। পরবর্তীতে তদন্তকালে উক্ত ঘটনায় সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত ১০ অগাস্ট তাদের গ্রেপ্তার করে র্যাব।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই তিন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়।
তিনি আরো জানান , “মঙ্গলবার এই তিন জনকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড আবেদন করা হলে তিন দিন মঞ্জুর করা হয়। কিন্তু রিমান্ডের প্রথম দিনেই সিনহা হত্যা মামলার গুরুত্বপূর্ণ তথ্য স্বীকার করেন। এজন্য তাদের বুধবার আদালতে নিয়ে আসা হয়। আশা করি আমাদের কাছে দেওয়া সব তথ্য আদালতের কাছে স্বীকার করেছেন।”
স্বীকারোক্তি শেষে বিকালে এই তিনজনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
সীমান্ত বাংলা /শাম/০২ সেপ্টেম্বর ২০২০
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply