ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০১৯
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

মুখোশ পরে বিজয় দিবসে হামলা, বঙ্গবন্ধু-শেখ হাসিনার ছবি ভাঙচুর (ভিডিও)

Ecare
ডিসেম্বর ১৬, ২০১৯ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রাককালে হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা।

এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম ও মুক্তিযোদ্ধারা। পরে তারা এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠানস্থলে এসে প্রতিবাদ সভা করে।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম জানান, শহরের এক প্রভাবশালী নেতার নেতৃত্বে আমাদের অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি গুঁড়িয়ে দিয়েছে তারাই প্রকৃত রাজাকার। প্রশাসনের কাছে আমাদের দাবি যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেব।

একাধিক মুক্তিযোদ্ধারা জানান, এ অনুষ্ঠানে যারা হামলা চালিয়েছে তারা কখনও স্বাধীনতার পক্ষে না। তারা চক্রান্তকারী। প্রশাসনের কাছে আমাদের দাবি দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে তাদের মুখোশ উম্মোচন করা হোক।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.আলমগীর হোসেন জানান, আমরা এ ঘটনার তদন্ত করছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://youtu.be/gYIrecI4EyU

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।