
সীমান্তবাংলাঃ ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশে পেয়াজ রপ্তানি বন্ধের পর বিকল্প দেশ হিসেবে পেয়াজ আমদানীর জন্য মিয়ানমারেকেই বেঁচে নেয় বাংলাদেশের ব্যবসায়ীরা। তারই সুত্র ধরে আজ শনিবার দুপুরে টেকনাফ স্থলবন্দরে ট্রলার থেকে পেয়াজের প্রথম চালানটি খালাস হয়। এতে করে দেশের পেয়াজ ব্যবসায়ীদের মাঝে কিছুটা হলেও স্বস্থি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
মিয়ানমারে লকডাউনের কারণে টেকনাফ স্থলবন্দর দিয়ে প্রায় আড়াই মাস ধরে আমদানি–রপ্তানি বন্দ্ব থাকার পর আজই ১৯ সেপ্টেম্বর প্রথম চালানটি এল।
মিয়ানমারে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পর গত ৩ জুলাই থেকে দেশটির সঙ্গে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় বন্ধ ছিল। এর মধ্যে পেঁয়াজের চালানটি এলেও নতুন করে আরও চালান আসবে কিনা তা এখনো নিশ্চিত হয়ে জানা যায়নি।
টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, দুটি ট্রলারে করে ৩০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। চালানটি খালাস করা হচ্ছে। এই চালানটির মাধ্যমে আড়াই মাস পর পেঁয়াজ আমদানি শুরু হলো।
সীমান্তবাংলা/ শা ম/ ১৯/৯/২০২০