বিবিধ

মালাইকা-অর্জুনের চুমুর দৃশ্য ভাইরাল

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২০ , ১০:৪৬:৩৩ প্রিন্ট সংস্করণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের চুম্বনের দৃশ্য। চুমু দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন ‘ছাইয়া ছাইয়া’ গার্ল!

বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের সঙ্গে একটি চুম্বনের ছবি পোস্ট করে নেট দুনিয়া ভাইরাল এই সুন্দরী! নতুন বছরের শুরুটাও করলেন চূড়ান্ত রোম্যান্টিকভাবে… বয়ফ্রেন্ডের গালে চুমু খেয়ে।

নববর্ষ উদযাপনে বন্ধু-বান্ধবদের সঙ্গে গোয়ায় গিয়েছিলেন মালাইকা-অর্জুন। থার্টি ফাস্ট নাইটে জমে উঠেছিল পার্টি! রূপালি শর্ট ফ্রক, ব্রাইট রেড লিপসে ‘টক অব দ্য টাউন’ ছিলেন মালাইকাই!

অনেক গুঞ্জনের পর গত বছর জুনে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেন অর্জুন-মালাইকা। নিজের ইনস্টাগ্রােে অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অফিসিয়াল তকমা দেন মালাইকা। একে অপরকে জড়িয়ে ধরা সেই ছবিই ভাইরালও হয়।

অর্জুন কাপুর আর মালাইকা অরোরার বয়সের পার্থক্য অনেকটাই। কিন্তু প্রেম তো আর নিয়ম-কানুন মেনে হয় না। তাই ২০ বছরের বিবাহিত জীবন ছেড়েছেন মালাইকা। অর্জুনও এখন পুরোপুরি ‘কমিটেড’। বিয়ে নিয়ে অবশ্য এই জুটির মুখ খোলেননি।

টিনিউজ/এইচআর

আরও খবর

Sponsered content