ধর্ষণের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারীরিকভাবে শঙ্কামুক্ত থাকলেও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে ঢামেকের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ধর্ষণের শিকার হওয়া ওই তরুণীর হাত, পা ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। ডিএনএ টেস্টের ফল থেকে জানা যাবে যে, ধর্ষণে একজন না কি একাধিক ব্যক্তি জড়িত।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুর্মিটোলায় বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। বাস থেকে নামার পর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।