জুয়েল চৌধুরী মহেশখালী(কক্সবাজার) প্রতিনিধি ■ মহেশখালীর মাতারবাড়ীতে দেশীয় অস্ত্রসহ ওসামা নামের এক যুবককে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
৭ জুন, শুক্রবার দিবাগতরাত উপজেলার মাতারবাড়ীর সাইরার ডেইল এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন।
তিনি জানান, শুক্রুবার রাতে মাতারবাড়ী ক্যাম্পের পুলিশ সাইরার ডেইল এলাকায় এসআই ইমরানের নেতৃত্বে রাত্রিকালীন ডিউটি করছিল। ডিউটিরত অবস্থায় এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে ধৃত করেন ও পরবর্তী দেহ তল্লাশি করে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
আটক মো. ওসামা মাতারবাড়ী সাইরার ডেইল এলাকার আজিজুল হকের পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।