মহান বিজয় দিবসে লোহাগাড়া সাংবাদিক ইউনিয়ন’র পক্ষথেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২

চট্রগ্রাম প্রতিনিধি 

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে লোহাগাড়া সাংবাদিক ইউনিয়ন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে লোহাগাড়া উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের সভাপতি ও চ্যানেল এস টিভির প্রতিনিধি রকসী সিকদার, সাধারণ সম্পাদক সিপ্লাস টিভির প্রতিনিধি দেশপ্রিয় বড়ুয়া, অর্থ-সম্পাদক বিজয় টিভির প্রতিনিধি মোঃ মোক্তার, সহ-প্রচার সম্পাদক চট্টগ্রাম সংবাদ এর প্রতিনিধি মোঃ আলমঙ্গীর, আইন বিষয়ক সম্পাদক বাংলা সংবাদ এর প্রতিনিধি এডভোকেট নয়ন দেব নাথ, কার্যনির্বাহী সদস্য মোঃ কলিমউল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ তারেকুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের নেতারা বলেন, আজ মহান বিজয় দিবস। এ বিজয়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এ দেশের মানুষের মুক্তির জন্য জীবনের দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাঙালি জাতি বিজয় অর্জন করেছিল।

তারা আরও বলেন, আজকে ১৬ ডিসেম্বরে আমরা শ্রদ্ধাভরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি। স্মরণ করি ৩০ লাখ শহীদকে, যারা জীবন দিয়ে এ দেশকে স্বাধীন করেছে। স্মরণ করি ২ লাখ নির্যাতিত মা-বোনদের, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হয়েছিল।