মসজিদ নির্মাণে নিজ তহবিল থেকে ২ লাখ অনুদানের ঘোষণা দিলেন হেলাল মেম্বার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ৫, ২০২৩

 

বার্তা পরিবেশক:-
উখিয়ার কুতুপালং দক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের জন‍্য ব্যক্তিগত তহবিল থেকে দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন অত্র এলাকার ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার।

বৃহস্পতিবার (৪ মে) রাতে মসজিদ নির্মাণ সম্পন্ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভায় মরহুম বখতিয়ার আহমেদ মেম্বার’র মেঝ ছেলে হেলাল মেম্বার এ ঘোষণা দেন।

এসময় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,এডভোকেট ছমি উদ্দিন,মসজিদের খতিব সহ অত্র জামে মসজিদের শত শত মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীও পাঁচ লাখ অনুদানের ঘোষণা দিয়েছেন।