ভোট বিহীন অবৈধ সরকার গণ-মানুষের আস্থা হারিয়েছে: ঘুমধুমে মানববন্ধনে হামিদা চৌধুরী

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান জেলা বিএনপি’র সভানেত্রী মিসেস ম্যামাচিং, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজার দিক-নির্দেশনায় বিদ্যুৎ এর অস্বাভাবিক মুল্যবৃদ্ধি, চাল,ডাল,তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্বগতি ও ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঘুমধুম ইউনিয়ন বিএনপি’র মানববন্ধন পালিত হয়েছে।

১৬ এপ্রিল রবিবার বিকেলে ঘুমধুম বেতবুনিয়া চত্বরে ঘুমধুম ইউনিয়ন বিএনপি’র সাধারণ খায়রুল ইসলামের সঞ্চালনায় সভাপতি আবদুল করিম মেম্বারের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী, সাবেক মহিলা ভাইস-চেয়ারম‌্যান হামিদা চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সোহেল, সিনিয়র যুগ্ন আহব্বায়ক আলহাজ্ব নুরুল হাসান আজাদ, যুগ্ন আহব্বায়ক শাহজাহান, ফরিদ আলম, আব্দুর রশিদ, জকির আহাম্মদ, ফখর উদ্দিন, সিনিয়র সদস্য আব্দু রহিম ভুট্টু, ছৈয়দ আলম, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক নুরুল আবছার, সাবেক সভাপতি আলী আকবর সহ ইউনিয়ন যুবদলের নব-কমিটির আহব্বায়ক মিজানুল বশর, ও সাধারণ সম্পাদক জাহেদ আলমসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন পরবর্তী ঘুমধুম ইউনিয়ন যুবদলের আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ঘুমধুম ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মিয়ানমার মৈত্রী সড়কস্থ ড্রীমি ক্যাফে রেস্তোরায় ঘুমধুম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহেদ আলমের সঞ্চালনায় সভাপতি মিজানুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সভানেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নুরুল হাসান আজাদ যুক্তিবাদী।