ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪
  1. অপরাধ দূর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কক্সবাজার
  6. খেলাধুলা
  7. চকরিয়া
  8. চাকরির খবর
  9. ছবি ঘর
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন
  12. পরিবেশ প্রকৃতি
  13. পর্যটন
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর
আজকের সর্বশেষ সবখবর

ভোট কেনার সময় জনতার হাতে আটক ৩ চেয়ারম্যান কর্মী

News Desk
মে ২৯, ২০২৪ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজ:

ভোটের আগের রাতে ভোট কেনার জন্য মরিয়া হয়ে ওঠেন প্রার্থী ও তাদের একনিষ্ঠ কর্মীরা। বগুড়ার শাহজানপুরে এমনই এক ঘটনায় স্থানীয়দের হাতে আটক হলেন চেয়ারম্যান প্রার্থীর ৩ কর্মী। এ সময় টাকার ব্যাগসহ আরও ২ কর্মী কৌশলে পালিয়ে যায়।

(২৮ মে) মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, এসিল্যান্ড জান্নাতুল নাইম এবং থানার ওসি শহিদুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় সোপর্দ করেন।

আটককৃতরা হলেন, উপজেলার আমরুল ইউনিয়নের নগর আমরুল পাড়া গ্রামের মৃত দানেশ উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৬৫), একই গ্রামের মৃত নিজাম উদ্দিন প্রামানিকের ছেলে সাবেক ইউপি সদস্য আজিজার রহমান (৬৮) এবং জাদুবপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে কামরুজ্জামান (৪৮)। আটকরা সবাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভিপি সাজেদুর রহমান সাহীনের কর্মী বলে জানা গেছে।

ওসি শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক ৩ ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। আটকদের মধ্যে লুৎফর রহমান নামে এক ব্যক্তি হৃদরোগী হওয়ায় ইউএনওর পরামর্শে তাকে তার স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।