আজ ১৭ অক্টোবর শনিবার, ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শুন্য হওয়া আসনে উপনির্বাচন চলছে । কিন্তু রাজধানী ঢাকার এই আসনে নেই নির্বাচনী কোনো আমেজ। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে।
খানেক বাদে বাদে দেখা মিলছে ভোটারদের। ফলে কাজও নেই নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের। শনিবার সকাল থেকে ঢাকা-৫ আসনের নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, রায়েরবাগের ৬৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম ভুইয়া স্কুল এন্ড কলেজ, হাজী আব্দুল লতিফ ভূইয়া কলেজ, ৬৪ নম্বর ওয়ার্ডের শামীম শিকদার স্টান্ডার্ড স্কুল এন্ড কলেজ, নিউ হিজাজ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মান্নান হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঘুরে ভোটারের উপস্থিতি দেখা যায়নি।
এসব কেন্দ্রের মধ্যে দুই একটি কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর কোনো এজেন্টকে পাওয়া যায়নি। তবে সব বুথেই নৌকার প্রার্থী মনিরুল ইসলাম মনুর এজেন্ট দেখা গেছে।
বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট তানভীর আহমেদ রবিন ঢাকাটাইমসকে অভিযোগ করেছেন, বেশিরভাগ কেন্দ্রে সকাল থেকে বিএনপির এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। যেখানে যেখানে এজেন্ট বসতে পেরেছিল তাদেরও বের করে দেয়া হয়েছে। যদিও প্রিজাইডিং কর্মকর্তাদের দাবি যারা এসেছেন সবাই বুথে ঢুকতে পেরেছেন।
সিরাজুল ইসলাম ভূইয়া স্কুল এন্ড কলেজের প্রিজাইডিং অফিসার নাজওয়ানুল হক ঢাকাটাইমসকে বলেন, আমার এখানে বিএনপির প্রার্থীর কোনো এজেন্ট আসেনি। আসলে তাদের কোনো অসুবিধা হবে না। নির্বিঘ্নে কাজ করতে পারবেন।
( সীমান্তবাংলা / শা ম / ১৭ অক্টোবর ২০২০)
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply