জেলা মৎস্যজীবীলীগের জরুরি সভায় ৩ নেতা অবাঞ্চিত।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২

 

বার্তা পরিবেশক

“ভুয়া কমিটি প্রচারের দায়ে”

কক্সবাজার জেলা মৎস্যজীবীবীলীগের এক জরুরি সভায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের দায়ে জেলা কমিটির ৩ নেতাকে অবাঙ্চিত ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় ও বিভাগীয় নির্দেশের বিরুদ্ধাচরণ করায় জেলা কমিটির আহবায়ক আবদুর রহিম যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান ও মাহবুব আলমের বিরুদ্ধে এ শাস্তিমূলক এ ব্যবস্হা কার্যকর করা হয়।উক্ত ইউনিট গুলোতে পূর্বের কমিটি বহাল ও কার্যকর রয়েছে বলে জানিয়েছেন জেলা সদস্য সচিব মোঃ তৈয়ব।
মূলত গত ৮ ডিসেম্বর আহবায়ক রহিম তার নিজস্ব পেইজবুক ভেরিফাইড আইডিতে ৬ টি উপজেলা কমিটি গঠনের ভূয়া তথ্য প্রচার করায় সাংগঠনিক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।এসব কমিটি গঠনে কেন্দ্রীয় ও সাংগঠনিক সম্পাদকের নির্দেশ উপেক্ষা করা হয়েছে। তাছাড়া ভূয়া কমিটির প্রচারকারীরা ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের কাছে গত ২১ নভেম্বর দেয়া অংঙ্গীকার নামা ও ১৭ নভেম্বরের জেলা বর্ধিত সভার সম্পাদিত রেজ্যুলেশনকে কেয়ার না করে সাংগঠনিক স্বার্থহানি করায় কেন্দ্রীয় কমিটির নির্দেশেই জেলার বর্ধিত সভায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্হা কার্যকর করা হয়।জেলা কমিটির আরেক যুগ্ন আহবায়ক সাংবাদিক এন আলম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ তৈয়বের সঞ্চালনায় প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম আজিজুল হক চৌধুরী বলেন,রহিমের ঘোষিত পকেট কমিটির কোন বৈধতা নেই।কেন্দ্রীয় ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদ্বয়ের সুপারিশ বিহীন কমিটি গঠন সম্পূর্ণ গঠনতন্ত্র বহির্ভূত।তাছাড়া ঘোষিত তথাকথিত কমিটির পদ অলংকৃতদের প্রায় সকলে মাদক কারবার সহ নানা অপরাধে যুক্ত।তাদের নিয়ে কমিটি গঠন করাটা সাংগঠনিক বিধিনুযায়ী হাস্যকরও বটে।তাদের সাথে মৎস্যজীবীলীগের কোন সম্পর্ক থাকতে পারে না।এসব অবাঙ্চিতদের একঘরে করে রাখতে জেলার সকল ইউনিটের নেতাকর্মীদের হুশিয়ারি দিয়েছেন তিনি।
তিনি বলেন,কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর ও আমি এবং চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এম এ গফফার কুতুবীর সুপারিশ বিহীন কমিটি গঠন সংশোধন ঐ অঙ্গীকার নামায় উল্লেখ থাকলেও রহিমের আদেশ অমান্য করাটা কেন্দ্রীয় নির্দেশ অবঙ্গার সামিল।

আজ (৯ ডিসেম্বর)অনুষ্ঠিত জরুরি জেলা মৎস্যজীবীলীগের বর্ধিত সভায় অন্যান্য উপজেলা কমিটির নেতাদের মধ্যে টেকনাফের সভাপতি ডাঃ আবু দাউদ সাধারণ সম্পাদক জসিমউদদীন চৌঃ সহসভাপতি জাফর আলম,যুগ্ম সম্পাদক আইয়ুব আলী,উখিয়ার যুগ্ম আহবায়ক হাফেজ নুরুল কাদের ও মোঃ শাহাজান,সদস্য জাহাঙ্গীর আলম,আব্বাসউদ্দীন জয়,পেকুয়ার ভারপ্রাপ্ত সভাপতি মনছুর আলম,সাধারণ সম্পাদক আবদুল্লাহ ছিব্বির,মহেশখালীর ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার এলাহিদাদ চৌঃ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক মিয়া,সাবেক ইউপি সদস্য ছালে আহমদ,ঈদগাহ সভাপতি মৌঃ নুরুল আমিন,সাধারণ সম্পাদক মোঃ রাসেল, জাহাঙ্গীর আলম ও জেলা কমিটির সদস্য সাইফুল কাদির, মহিউদ্দিন আজাদ সহ প্রায় সকল ইউনিট নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রহিমের ঐ আইডিতে টেকনাফ,উখিয়া, সদর,ঈদগাহ, মহেশখালী ও পেকুয়ায় কমিটি গঠন সংক্রান্ত তথ্য দেখে জেলা কমিটির জরুরি বর্ধিত সভায় ঐ ৩ নেতাকে সংগঠনে অবাঙ্চিত ঘোষণা করা হয়।