একটা পাথর পুরে দাও
ছোট্ট বাক্সটায়
এবার হাত গুঁজে দাও
দেখো একটা পাখি!
তোমার ছায়া ছুড়ে দাও
ছোট্ট বাক্সটায়
বিশ্ব জগতের অক্ষ পাবে
ছোট্ট বাক্সটি তোমার হয়ে সব করে দেবে
বাক্সের পেটে একটা
ইঁদুর পুরে দেখো
তুমি পাবে থরথর পাহাড়
ছোট্ট বাক্সটায় একটা মাথা গুঁজে দাও
দু দুটো ফেরত পাবে
ছোট্ট বাক্স তোমার হয়ে সব করে দেবে।
© কপিরাইট ২০১০ - ২০২৪ সীমান্ত বাংলা >> এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Leave a Reply