
মোসলেহ উদ্দিন,উখিয়া ■ ভাসানচরের উদ্দেশ্যে আরও চার শতাধিক পরিবারের প্রায় দুই হাজার রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার জন্য চট্টগ্রামের দিকে রওয়ানা দিয়েছেন। বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক হিসেবে তারা কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয়ে ছিলেন।
বুধবার, ১৬ ফেব্রুয়ারী সকাল ৯ টার দিকে আইনশৃঙ্কলা বাহিনীর নিরাপত্তায় বাসযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১১তম দফায় চারশত পরিবারের প্রায় দেড় হাজার থেকে দুই হাজার রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রামের পথে নিয়ে যাওয়া হচ্ছে। কুতুপালং শরণার্থী ক্যাম্পের কয়েকজন মাঝি জানান, বাংলাদেশ সরকারের উদ্যোগে ভাসানচরে যেতে যারা আগ্রহী ওইসব রোহিঙ্গাদের তালিকা প্রণয়ন করে নিয়ে যাওয়া হচ্ছে।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মো নাইমুল হক ভাসানচর অভিমূখে রোহিঙ্গা পরিবারের সদস্যরা রওয়ানা দেওয়ার কথা নিশ্চিত করেছেন।