২১ সেপ্টেম্বর সোমবার সকালে মুম্বাইয়ের কাছে ভিওয়ান্দিতে একটি তিনতলা ভবন ধসে পড়ে এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ভবনটির ধ্বংসস্তূপ ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। উদ্ধারকাজে দেশটির ন্যাশনাল ডিসাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ছাড়াও রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এনডিআরএফ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপে এখনো ২০ থেকে ২৫ জন আটকে থাকতে পারে।
প্রাথমিক রিপোর্ট অনুসারে, ভোর রাত সাড়ে তিনটা নাগাদ ২১টি ফ্ল্যাটের ওই বিল্ডিংটি ধসে পড়ে। এ সময় ফ্ল্যাটের সব বাসিন্দারাই ঘুমিয়ে ছিলেন।
সীমান্তবাংলা নিউজ ডেস্ক/ ২১সেপ্টেম্বর২০২০
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।