প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২০ , ৫:৪০:৪৮ প্রিন্ট সংস্করণ
সীমান্ত বাংলা ডেস্ক : টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় মিজান ও শফিক নামে দুই মাদককারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে শহরের রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মিজানুর রহমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছাতিনী রায় পাড়া গ্রামের ও শফিক উদ্দিন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের বাসিন্দা।র্যাব জানায়, দিনাপুরের হিলি থেকে পিকআপ ভ্যানে ট্রান্সফরমারের ভেতর ফেনসিডিল নিয়ে দুই মাদককারবারি ঢাকা যাচ্ছে। এমন তথ্যে দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ র্যাবের কোম্পানি কমান্ডার মহিউদ্দিন মিরাজ ও টাঙ্গাইল র্যাবের কোম্পানি কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় অভিযান চালানো হয়। এসময় পিকআপ ভ্যানটি আটক করে ভ্যানে থাকা ট্রান্সফরমারের ভেতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেইসঙ্গে মাদককারবারি মিজান ও শফিককে আটক করা হয়। এছাড়া জব্দ করা হয় পিকআপ ভ্যানটি।
টাঙ্গাইলের র্যাব-১২, সিপিসি-৩‘র কোম্পানি কমান্ডার কিশোর রায় এ তথ্যটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সীমান্ত বাংলা/ ১৫সেপ্টেম্বর/এডমিন ইবনে