
নতুন বছরের শুরু থেকেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। ইতিমধ্যে সে দেশের একাধিক জায়গায় বন্যা ও ব্যাপক ভূমিধস দেখা দিয়েছে। ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভয়ংকর এই প্রাকৃতিক দুর্যোগে রাজধানী জাকার্তা ও এর আশপাশের এলাকার প্রায় ১ লাখ ৭৫ হাজার মানুষ এখনো ঘরছাড়া। এছাড়া বৃষ্টি এবং বন্যার কারণে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর রয়টার্সের।
চলতি বছরের শুরু থেকে একনাগাড়ে এই বৃষ্টিকে ‘ইতিহাসের অন্যতম ভয়াবহ বর্ষণ’ হিসেবে অভিহিত করেছে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-প্রাকৃতিক বিষয়ক সংস্থা বিএমকেজি।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে আবহাওয়ার এই রুদ্রমূর্তি দেখা যাচ্ছে বলেও ধারণা তাদের। ভারী বৃষ্টিপাত মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে এবং চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
টিনিউজ/এইচআর